বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের চরগঙ্গামতি গ্রামে পারিবারিক দ্বন্দ্বের জেরে গরুতে বিষ প্রয়োগ করে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি দুলাল সরদার (৪৮) কে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ। শনিবার ভোরে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় এবং পরে আদালতে প্রেরণ করা হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, ১৬ জুলাই ২০২৫ সালে চরগঙ্গামতি গ্রামের মো. বেল্লাল শরীফের পালিত ৪টি গরু বিষপানে মারা যায়। এ ঘটনায় দুলাল সরদারকে প্রধান আসামি করে মহিপুর থানায় মামলা করা হয়।
মহিপুর থানার এসআই আবু হানিফ ফরাজী জানান, “অভিযোগের সাক্ষ্য-প্রমাণে দুলালের সম্পৃক্ততা নিশ্চিত হওয়ায় এবং পরীক্ষার রিপোর্টে গরুগুলোকে বিষ খাওয়ানোর তথ্য পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে আদালতে পাঠানো হয়েছে।”
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply