বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ বলেন, ‘ প্রতিবন্ধী ব্যক্তিকে সরকারি সহায়তা পেতে কোন ধরনের হয়রানি করা হলে, দায়ী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে। শুধু তাই নয়, সরকারের সকল প্রণোদনা যথাযথ প্রক্রিয়ায় সুবিধাভোগিকে পৌঁছে দেওয়া হবে।’ মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ১১ টায় কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এক কর্মশালায় তিনি প্রধান অতিথি হিসেবে এসব বলেছেন।
প্রতিবন্ধী শিশুদের মূল স্রোতধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের ‘ শিক্ষাউপবৃত্তি কর্মসূচির তাৎপর্য’ শীর্ষক এই কর্মশালায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম সভাপতিত্ব করেন । অন্যান্যের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খান, প্রতিবন্ধী স্কুলের শিক্ষক রেজাউল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন । সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, যেখানে সাধারণ প্রতিবন্ধী ভাতা ৯০০ টাকা সেখানে প্রতিবন্ধী শিক্ষার্থীরা প্রত্যেকে পাচ্ছেন ১২০০ টাকা করে। কলাপাড়ায় প্রতিবন্ধী শিক্ষার্থী হিসাবে ভাতা পাচ্ছেন মাত্র ১২০ জন। কলাপাড়ায় প্রতিবন্ধীদের সরকারি সেবায় কোন ধরনের অনিয়ম দুর্নীতি হলে তথ্য দিয়ে সহায়তা করার জন্য এ কর্মকর্তা উপস্থিত সবাই কে আহ্বান জানান। কর্মশালায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply