বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

নিউজ ডেস্কঃ কলাপাড়ায় ‘ডেভিল হান্ট’ অভিযানে তিন জনকে গ্রেফতার করেছে কলাপাড়া থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন-কলাপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর মাহাবুবুর আলম, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি আবু সালেহ এবং সাবেক ইউপি সদস্য ও নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফজলুল করিম ফকির।
কলাপাড়া থানা পুলিশ সূত্রে জানা যায়, চলমান বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তিন জনকেই রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে কলাপাড়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply