বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় ঢালাই স্পেশাল সিমেন্ট-এর উদ্যোগে নির্মাণ শিল্পী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) কলাপাড়া পৌর অডিটোরিয়ামে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢালাই স্পেশাল সিমেন্ট কোম্পানির ডিজিএম জিয়ারুল ইসলাম, সিনিয়র ম্যানেজার সঞ্জয় কুমার সরকার, ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল সাপোর্ট ডিপার্টমেন্ট) প্রকৌশলী জুয়েল রানা, ডেপুটি ম্যানেজার (সেলস ডিপার্টমেন্ট) রাসেল মাহমুদ এবং কলাপাড়ার ডিলার মোঃ সেলিম হাওলাদার।
সম্মেলনে বাড়ি নির্মাণ কাজে নিয়োজিত বিভিন্ন এলাকার নির্মাণ শিল্পীরা অংশগ্রহণ করেন।
এ সময় নির্মাণ শিল্পীদের নানা প্রশ্নের উত্তর দেন কোম্পানির টেকনিক্যাল ও সেলস বিভাগের প্রতিনিধিরা। পাশাপাশি মানসম্মত নির্মাণ কাজ, সঠিকভাবে সিমেন্ট ব্যবহারের কৌশল এবং নিরাপদ ভবন নির্মাণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী নির্মাণ শিল্পীরা এ ধরনের সম্মেলন আয়োজনের জন্য ঢালাই স্পেশাল সিমেন্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply