বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০২:২১ অপরাহ্ন
বিশেষ আপন নিউজ প্রতিবেদকঃ
কলাপাড়ায় করোনা ভাইরাস আতংকে উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে গত তিন দিনে ২৪ জন রোগী চিকিৎসা নিয়েছে। এরমধ্যে ২৬ মার্চ ৯ জন, ২৭ মার্চ ৭ জন ও ২৮ মার্চ ৮ জন। যা অন্যান্য দিনের তুলনায় খুবই কম বলে জানা গেছে।
হাসপাতালে জরুরী বিভাগ সূত্রে জানা গেছে, ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সটিতে পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়ন থেকে প্রতিদিন অন্ততঃ শতাধিক রোগী বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসে। করোনা ভাইরাস সম্পর্কিত সরকারী বে-সরকারী ভাবে ব্যাপক সতর্কতা মূলক প্রচারনা অব্যাহত থাকায় মানুষ করোনা আতংকে হাসপাতাল বিমূখ হয়ে পড়েছে। ফলে সাধারন সর্দি-কাশি কিংবা জ্বরে আক্রান্ত হলেও মানুষ ভয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে না। তাদের ধারনা হাসপাতাল থেকেও ভাইরাস ছড়াতে পারে। অপরদিকে অটোরিক্সা, সহ বিভিন্ন যান-বাহন চলাচল বন্ধ থাকায় মানুষ হাসপাতালে আসার সুযোগ পাচ্ছে না। বেশীর ভাগ রোগীই স্থানীয় ওষুধের দোকান থেকে ওষুধ কিনে ব্যবহার করছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রেফায়েত হোসেন জানান, প্রশাসনের নির্দেশে কলাপাড়ায় লকডাউন চলছে। তাই যানবাহন চলাচল বন্ধ থাকায় হাসপাতালে রোগীর উপস্থিতি সংখ্যা অত্যন্ত নগন্য বলে জানান তিনি।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply