কলাপাড়ার কাউয়ার চর গ্রামের দরিদ্র চাষী টুকু মিয়ার দুই হাজার তরমুজ লুট করে নেয়া হয়েছে। এসময় টুকুকে বেধড়ক পেটানো হয়েছে। শুক্রবার দুপুরে টুকু মিয়ার ওপর এমন তান্ডব চালানো হয়। একই এলাকার সরকারি দলের সন্ত্রাসী মুসা তালুকদারের কাছে কমদামে তরমুজ বিক্রিতে রাজি না হওয়ায় মারধর করে তরমুজ লুটে নেয়া হয়েছে। টুকু বর্তমানে তার মাকে নিয়ে বিচারের আশায় কলাপাড়া শহরে দৌড়ঝাপ করছে। কৃষক টুকু জানান, মা, স্ত্রী ও তিন সন্তান নিয়ে তার সংসার। সাগরপারে কাউয়ারচরে নিজের এক একর ২০ শতক জমিতে অনেক কষ্ট করে তরমুজের আবাদ করেন। ফলনও ভাল হয়েছে। এখন বিক্রির সময়। স্থানীয় সেলিম তালুকদারের ছেলে সন্ত্রাসী মুসা তালুকদার সকল তরমুজ মাত্র ৩৭ হাজার টাকায় কেনার জন্য প্রস্তাব দেয়। কিন্তু নগদ টাকা না দেয়ায় টুকু অপর এক বেপারির কাছে তরমুজ ৩৮ হাজার টাকায় বিক্রি দেয়। কিছু তরমুজ চাপলী বাজারে আনেন। বাকি তরমুজ আনার জন্য বাড়ি গেলে পথে আটকে টুকুকে মারধর করে তরমুজ লুটে নেয়। এ ব্যাপারে মহিপুর থানার ওসি মোঃ মনিরুজ্জামান জানান, তার কাছে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে। আহত টুকু কলাপাড়া হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।
Leave a Reply