বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন
সবাই করোনা আতঙ্কে
চারিধারে লকডাউন,
নেই কোন প্রতিষেধক
তাই ঘরে থাকা প্রয়োজন
লকডাউন ছেলেখেলা নয়
মেনে নিতে হবে মনেপ্রাণে,
জনসংযোগ বন্ধ করা
করোনা থেকে বাঁচার এটাই মানে।
অবোধ আছো যারা
লকডাউন দেখেও বাইরে যাও,
নিয়ন্ত্রণে থাকবে না করোনা
এটাই কি তোমরা চাও?
সংঘ হতে দূরে থেক
গড়ে তুলি সংঘ রোধ,
বিচ্ছিন্ন থাকাটাই হবে
করোনার একমাত্র প্রতিরোধ।
স্বাস্থ্যবিধি মেনে চলি
নিয়মিত সকলে,
কেউ যেন না পড়ি
করোনার কবলে।
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে
নিবে আল্লাহ্’র নাম,
কারোনার ভয় নয়
আল্লাহ্’র ভয় গড় ঈমান।
আল্লাহ্ই মালিক তোমার
তিনিই দেখবে তোমায়,
বিশ্বাস রাখলে অটুট
ব্যর্থ হবে শক্তিশালী করোনায়।
চেতনাও থাকতে হবে
পরিসেবা দিলেই কি হয়!
সবাই যদি মেনে চলি,
অচিরেই পৌঁছে যাব লক্ষ মাত্রায়।
ক্ষমা করো প্রভু তুমি
হয় যদি অপরাধ,
দয়া করে মুছে দাও
করোনার অভিশাপ।।
স্বরচিত
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply