করোনার বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং দোকানপাট বন্ধের নির্দেশনা কলাপাড়ায় চরমভাবে উপেক্ষিত হচ্ছে। কলাপাড়া পৌরশহরে মঙ্গলবার হাটের দিনে লোকজনে ছিল সয়লাব। উপজেলা, পুলিশ প্রশাসনসহ পৌরসভা কর্তৃপক্ষ কাউকে এনিয়ে সরকারের নির্দেশনা পালন করতে দেখা যায়নি। সর্বত্র মানুষ গিজগিজ করছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত শহরের সড়কে চলাচলে লোকজনে ছিল ভিড়। ফলে করোনার বিস্তার রোধে সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়ন হচ্ছে না। কলাপাড়া পৌরশহরের হাটের দিনে রাস্তাঘাটে পর্যন্ত শত শত দোকানপাট বসেছে। এমনকি বালু, সিমেন্ট, পাইপের দোকান পর্যন্ত খোলা রেখে বেচাকেনা করতে দেখা গেছে। দৃশ্যমান কারও কোন নজরদারি ছিলনা। এমনকি নাচনাপাড়া চৌরাস্তায় প্রতিদিন একটি অবৈধ মাছের বাজার বসে সকাল থেকে তিন/চার ঘন্টা। ভিড় জমে শত শত ক্রেতার। তাও বন্ধ করেনি প্রশাসন। গ্রামের হাঁট-বাজারগুলোতে থাকে অসংখ্য মানুষের ভিড়। স্থানীয়রা জানান, রবিবারে নোমরহাট বাজারে জমজমাট গরুর হাট বসায় এক আওয়ামী লীগ নেতা। সোমবারে লালুয়ার বানাতিবাজারের হাটে ছিল মানুষের উপচেপড়া ভিড়। মঙ্গলবারে খোদ কলাপাড়া পৌরশহরে ভিড় ছিল উপচেপড়া। সোমবার সন্ধ্যার পরে কুয়াকাটা পৌরএলাকায় দোকানপাট খোলা রাখায় ভ্রম্যমান আদালত কয়েক দোকানির জরিমানা করেন। এরপরও সামাজিক দূরত্ব নিশ্চিত করা যাচ্ছে না। স্থানীয় সচেতন মানুষ এনিয়ে শঙ্কিত রয়েছেন। তারা করোনার বিস্তার রোধে সরকারের নির্দেশনা যারা মানছেন না তাঁদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন।
Leave a Reply