শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৪:১৯ অপরাহ্ন
এস এম আলমগীর হোসেনঃ
করোনার বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করলেও ১০টাকা কেজি দরের ওএমএস’র চাল বিক্রির ক্ষেত্রে এটি মানা হয়নি।
রবিবার শত শত মানুষকে ঠাসাঠাসি করে গাদাগাদি অবস্থায় খোলা মাঠে ভিড় করে ১০টাকা কেজি দরের ওএমএস’র চাল বিক্রি করছে ডিলাররা। করোনায় যেসব মানুষ সবচেয়ে ঝুকিপূর্ণ রয়েছেন, সেসব শত শত মানুষ রোঁদের মধ্যে প্রচন্ড গরমে পৌর শহরের বড কলবাডি ও মাদ্রাসা রোর্ডের সিকদার বুটিকের সামনে ১০টাকা কেজি দরের ওএমএস’র চাল বিক্রি করে থাকেন। উপজেলা প্রশাসনসহ পুলিশ প্রশাসন কেউ বিষয়টি নিয়ে কার্যকর কোন পদক্ষেপ নেয়নি। যেখানে সামাজিক দূরত্ব বজায় রাখতে দোকানপাট, হাঁটবাজার বন্ধ রাখা হয়েছে। মানুষের একত্রে চলাচল নিষিদ্ধ করা হয়েছে। বয়ষ্ক মানুষদের নিরাপদে বাসায় অবস্থান নিশ্চিত করতে বলা হয়েছে। এসব কাজ নিশ্চিতের জন্য সেনাবাহিনী পর্যন্ত সহায়তা করছে। অথচ ওএমএস’র ডিলার একাজটি করে চরম দায়িত্বহীনতার পরিচয় দিল। এ ব্যাপারে কলাপাডা পৌর মেযর বিপুল হাওলাদার বলেন, আমরা এ ব্যাপারে অবগত নয। উপজেলা প্রশাসক চাইলে ১০টাকা কেজি দরের ওএমএস’র চাল ওয়ার্ডে ওর্য়াডে গিয়ে বিক্রির ব্যবস্থা করব। দরকার হইলে পৌরসভা থেকে গাডরি ব্যবস্থাও করব। কিন্তু এ ধরনের কোনো সহযোগিতা চাওযা হচ্ছে না।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply