কলাপাড়ায় রোঁদে দাঁড় করিয়ে ১০টাকা কেজি দরের ওএমএস’র চাল বিক্রি | আপন নিউজ

শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ডাকসুর মতো ১২ তারিখ ট্রাকের বিজয় ইতিহাস সৃষ্টি করবে- নুরুল হক নুর আগামীতে বুক ফুলিয়ে চলতে চাই, কোন দু’র্নী’তি অ’নি’য়ম সহ্য করা হবে না-ডা: জহির উদ্দিন কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বেপরোয়া বাসের চা’পা’য় মানসিক ভারসাম্যহীন নারী নি’হ’ত কলাপাড়ায় ভাড়া বাসায় দুর্ধ’র্ষ চু’রি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লু’ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে কলাপাড়ায় অভিভাবক সমাবেশ তালতলীতে গণভোটের পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ হাজারো মানুষের অশ্রুসিক্ত নয়নে চির বিদায় নিলেন মহিপুরের মন্নান হাওলাদার পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন কার্যনির্বাহী কমিটির অভিষেক পরিচিতি সভা আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন
কলাপাড়ায় রোঁদে দাঁড় করিয়ে ১০টাকা কেজি দরের ওএমএস’র চাল বিক্রি

কলাপাড়ায় রোঁদে দাঁড় করিয়ে ১০টাকা কেজি দরের ওএমএস’র চাল বিক্রি

এস এম আলমগীর হোসেনঃ

করোনার বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করলেও ১০টাকা কেজি দরের ওএমএস’র চাল বিক্রির ক্ষেত্রে এটি মানা হয়নি।
রবিবার শত শত মানুষকে ঠাসাঠাসি করে গাদাগাদি অবস্থায় খোলা মাঠে ভিড় করে ১০টাকা কেজি দরের ওএমএস’র চাল বিক্রি করছে ডিলাররা। করোনায় যেসব মানুষ সবচেয়ে ঝুকিপূর্ণ রয়েছেন, সেসব শত শত মানুষ রোঁদের মধ্যে প্রচন্ড গরমে পৌর শহরের বড কলবাডি ও মাদ্রাসা রোর্ডের সিকদার বুটিকের সামনে ১০টাকা কেজি দরের ওএমএস’র চাল বিক্রি করে থাকেন। উপজেলা প্রশাসনসহ পুলিশ প্রশাসন কেউ বিষয়টি নিয়ে কার্যকর কোন পদক্ষেপ নেয়নি। যেখানে সামাজিক দূরত্ব বজায় রাখতে দোকানপাট, হাঁটবাজার বন্ধ রাখা হয়েছে। মানুষের একত্রে চলাচল নিষিদ্ধ করা হয়েছে। বয়ষ্ক মানুষদের নিরাপদে বাসায় অবস্থান নিশ্চিত করতে বলা হয়েছে। এসব কাজ নিশ্চিতের জন্য সেনাবাহিনী পর্যন্ত সহায়তা করছে। অথচ ওএমএস’র ডিলার একাজটি করে চরম দায়িত্বহীনতার পরিচয় দিল। এ ব্যাপারে কলাপাডা পৌর মেযর বিপুল হাওলাদার বলেন, আমরা এ ব্যাপারে অবগত নয। উপজেলা প্রশাসক চাইলে ১০টাকা কেজি দরের ওএমএস’র চাল ওয়ার্ডে ওর্য়াডে গিয়ে বিক্রির ব্যবস্থা করব। দরকার হইলে পৌরসভা থেকে গাডরি ব্যবস্থাও করব। কিন্তু এ ধরনের কোনো সহযোগিতা চাওযা হচ্ছে না।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!