বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০১:১২ অপরাহ্ন
আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় বাবার বিরুদ্ধে পৈত্রিক সম্পত্তি থেকে উচ্ছেদ করার অভিযোগ করেছে ছেলে ও মেয়ে।
অভিযোগ থেকে জানা গেছে, উপজেলার লালুয়া ইউনিয়নের কলাউপাড়া গ্রামের রিজাবালি সিকদারের মেয়ে নিলুফা, ছেলে আলেম ও ছেলের বউ জোসনা কে বাড়ি থেকে উচ্ছেদ করে ষড়যন্ত্র করে যাচ্ছে। প্রতিবাদ করায় পুত্রবধূ জোসনা (৩৫)কে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। এবং বাড়ি খালি করার জন্য হুমকি দিয়ে যাচ্ছে।
আলেম সিকদারের স্ত্রী জোসনা বলেন, রাস্তার পাশে আমার শশুরের জমি ছিল ওই জমিতে রাত দিন মাটি কেটে ভরাট করে বাড়ি করে বসবাস করে আসছি বর্তমানে আমার শ্বশুর এখান থেকে উচ্ছেদ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে এমনকি তিনি এলাকার সন্ত্রাসীদের মাধ্যমে ঘরবাড়ি পিটিয়ে নামানোর চেষ্টা করে। আপনারাই বলুন আমার শ্বশুরের সম্পদ আমার স্বামী কি পাবে না? সেই সম্পদ থেকে বঞ্চিত করতে চাচ্ছে কেন?
আলেম সিকদারের বোন নিলুফা বলেন, আমার বাবা তার ছোট ছেলে আদর আলী সিকদারের কথায় আমাকেও উচ্ছেদের করার জন্য বিভিন্ন পন্থা ব্যবহার করছে এমনকি আমার ১০/১২টি গরু আছে তাও তিনি কেড়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। আমাদের এ দুই ভাই বোনের বিরুদ্ধে বাবা কেন লাগছে জানিনা। আমরা এখান থেকে নেমে গেলে কোথায় যাব আপনারাই বলুন।
এ ব্যাপারে অভিযুক্ত রিজাবালি সিকাদারের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
এ বিষয় লালুয়া ইউনিয়নের চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস বলেন ঘটনা শুনে গ্রাম পুলিশ পাঠিয়েছি। তারপরও তারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে যাচ্ছে। এ বিষয় নিয়ে উভয় পক্ষকে ডেকে ইউনিয়ন পরিষদে বসবো সমাধান না হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply