বরগুনার তালতলী উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ১ হাজার ২’শ ২৫ জন কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। রবিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে মুঠোফোনে এ বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন সাংসদ এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম মিঞা,উপজেলা কৃষি অফিসার মোঃ আরিফ রহমান। সামাজিক সুরক্ষা বজায় রেখে সার ও বীজ বিতরন করা হয়। আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১ হাজার ২’শ ২৫ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হচ্ছে।
Leave a Reply