বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০৩:০৪ অপরাহ্ন
আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় প্রথম এক করোনা রোগী শনাক্ত হয়েছে। সোমবার রাতে এ খবর নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: চিন্ময় হাওলাদার। ওই রোগী (নারী) বরিশালে করোনা ইউনিটে ভর্তি রয়েছেন। জানা গেছে, এ রোগী গত রবিবার ঢাকা থেকে স্বামীর সঙ্গে কলাপাড়ায় আসছিল। বরিশালে আসার পরে জ্বরে আক্রান্ত হয়ে শেবাচিমে চিকিৎসা নিতে গেলে চিকিৎসকরা উপসর্গ দেখে করোনা ইউনিটে ভর্তি করায়। সোমবার রাতে তার টেস্ট রিপোর্ট পজেটিভ পাওয়া যায়। আক্রান্ত রোগীর বাড়ি চম্পাপুর ইউনিয়নের পাটুয়া গ্রামে। আক্রান্ত নারীর দুই শিশু সন্তানসহ বাড়ির অন্যদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গোটা গ্রাম লকডাউন করা হয়েছে। দুই শিশু সন্তানের নমুনা সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply