রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ন
আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ছোট বালিয়াতলী গ্রামের খাল খনন সিডিউল অনুযায়ী কাজ না করে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে অভিযোগ দিয়েছেন স্থানীয়রা।
মঙ্গলবার দুপুর উপজেলা নির্বাহী অফিসারের বরাবর এ অভিযোগ করেন স্থানীয় মোঃ মোতাহার তালুকদার।
অভিযোগ সূত্রে জানা যায়, ২ নং ওয়ার্ডের ছোট বালিয়াতলী গ্রামের খাল খনন যাহার পোল্ডার নাম্বার-৪৭/৪ স্লুইজ যাহার নাম্বার-০৪ এর সংস্কারনের কাজ সিডিউল মত না করে কোন রকম কাজ সম্পন্ন করে সরকারী টাকা আত্মসাততের পায়তারা করিতেছে।
ওই কাজ কোনমতে করলে আমাদের কৃষকদের কোন উপকারে আসবে না। বরং আরো ক্ষতি সম্মুখিন হবে।
আমরা এলাকার লোকজন বারবার বলা সত্ত্বেও কাজ ঠিক মত করে নাই। আমরা তাকে বললে সে আমাদেরকে নানাভাবে হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখায়। আর বলে তোমরা আমাদের কিছু করতে পারবা না। আমাদের সাথে উপরে মহল হাত আছে বলে অভিযোগে উল্লেখ করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply