
আমতলী প্রতিনিধিঃ
আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগ কিন্ডার গার্ডেন স্কুলের এক’শ শিক্ষকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে। ইউএনও মনিরা পারভীন শনিবার আমতলী ছুরিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে এ খাদ্য সহায়তা বিতরন করেন।
খাদ্য সহায়তা বিতরন কালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন খাঁন ও আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার প্রমুখ। প্রত্যেক শিক্ষককে ১০ কেজি চাল, এক কেজি ডাল ও এক লিটার তেল বিতরন বিতরন করা হয়।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, উপজেলার কিন্ডার গার্ডেন স্কুলের এক’শ শিক্ষককের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে।
Leave a Reply