বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০২:২৮ অপরাহ্ন
এইচ এম মাইনুল ইসলাম টিটুঃ
প্রতিটি মানুষই রোগের যথাযথ চিকিৎসা নেয়ার জন্য প্রয়োজনীয় সব কিছুই করে থাকেন। জমি জমা বিক্রি করে কিংবা ঋণ করেও চিকিৎসা নেন মানুষ। কিন্তু যার জমি জমা কিংবা ঋণ করার কেউ নেই সে কী করবে? সমাজের দিকে চেয়ে থাকা ছাড়া তার কোনো উপায় নেই।
২১ শে জুন সোমবার সকাল ৭.০০ সময় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আহত হন ফাতিমা আক্তার। ফাতিমার মাথা ফেটে রক্ত ঝাড়তে থাকে । ফাতিমাকে প্রাথমিক চিকিৎসার জন্য মহিপুরে আনা হয় । ফাতিমাকে বাঁচানোর জন্য প্রয়জন উন্নত চিকিৎসা। ফাতিমা আক্তারও বাঁচতে চায়। তার বাবার সহায় সম্ভব বলতে একখানা ঘরই আছে। জমি জমা কিংবা অর্থ উপার্জনের মতো কোনো অবলম্বনই নেই। দিনমজুর বাবা তাকিয়ে আছে সমাজের বিত্তবানদের দিকে।
ফাতিমা আক্তারের বাড়ি পটুয়াখালী জেলার জেলার মহিপুর থানার সেরাজপুর গ্রামে।
ফাতিমাকে বাঁচানোর মালিক আল্লাহ। আমরা তার জন্য শুধু চেষ্টাই করতে পারি। একটা মানুষ এ যুগে অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা যাবে সেটা মেনে নেয়া কঠিন।
তাই আসুন, একটু চেষ্টা করি, ফাতিমাকে বাঁচানো যায় কিনা।
যোগাযোগের ও আলাপ :
017523995519 ( বাবা)
সাহায্য পাঠাতে চাইলে : 01711576250 , 01742572258 ( রোগীর চাচা )।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply