শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৭:০৩ অপরাহ্ন
এস এম আলমগীর হোসেনঃ
কলাপাড়া হাসপাতালে অবশেষে নতুন ১১জন ডাক্তার যোগদান করেছেন। ওই নতুন ১১ ডাক্তার সহ কলাপাড়া উপজেলায় কর্মরত চিকিৎসকের সংখ্যা হলো ১৯জন। তবে এখনও ১৭ জন চিকিৎসকের পদ শুন্য রয়েছে। যারা নতুন যোগদান করলেন তারা হলেন, মেডিক্যাল অফিসার (ইএমও) মোঃ ইকবাল হোসেন, মেডিক্যাল অফিসার (এ্যানেস্থাঃ) মোঃ মাহমুদুর রহমান, মেডিক্যাল অফিসার (প্যাথঃ) মোঃ শাহীন হাওলাদার, সহকারী ডেন্টাল সার্জন ইসরাত জাহান, সহকারী সার্জন তনিমা পারভীন রুমা, অনুপ কুমার সরকার, মাইনুল ইসলাম, সাইমুন সুলতানা তালুকদার, সায়মা সুলতানা, শাকুরুজ্জামান ও মেডিক্যাল অফিসার মোঃ মাহমুদুল হাসান। বর্তমানে সাতটি ইউনিয়নে সাতজন চিকিৎসক পদায়ন করা হয়েছে। কলাপাড়া ও কুয়াকাটা হাসপাতালে ১১ জন এবং মহিপুরে একজন চিকিৎসক কর্মরত রয়েছেন। এর ফলে চিকিৎসক সঙ্কট অনেকটা কেটে গেছে। সাগরপারের মানুষের আশাবাদ এখন যথাযথ চিকিৎসা সেবা তারা পাবেন। স্বাস্থ্য বিভাগসুত্রে জানা গেছে, ১১ চিকিৎসক ১০ ডিসেম্বর যোগদান করেছেন।
চিকিৎসক সঙ্কটে রোগীদের চিকিৎসা সেবা নিয়ে সমস্যার লাঘব হবে বলে জানালেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: চিন্ময় হাওলাদার।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply