বাউফলে দুর্ধষ সন্ত্রাসী হামলা ও ভাংচুর | আপন নিউজ

বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০২:৩৫ অপরাহ্ন

বাউফলে দুর্ধষ সন্ত্রাসী হামলা ও ভাংচুর

বাউফলে দুর্ধষ সন্ত্রাসী হামলা ও ভাংচুর

এম.এ হান্নান, বাউফলঃ

বাউফলে রাতের আধারে ককটেল ফাটিয়ে দুর্ধষ সন্ত্রাসী হামলা ও নির্মাণাধীন দোকান ঘর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৪জুন) রাত আনুমানিক ২টার সময় এ ঘটনা ঘটে উপজেলার কেশাবপুর ইউনিয়নের বাজেমহল গ্রামে।
জানা যায়, ইউনিয়নের বাজেমহল গ্রামের বাসিন্দা আবদুর রাজ্জাক সরদার ৫৩০/৫৩১/৫৩৫ খতিয়ানের ২১৩৩নং দাগে তাঁর পৈত্রিক ও কবলাকৃত জমিতে পাকা দোকান ঘর নির্মাণ কাজ শুরু করলে গত ২৩জুন সকালে কাজে বাধা ও হুমকি দেয় একই গ্রামের মৃত- ওবায়দুল হকের ছেলে মো. মাকসুদুর রহমান (৫৫), জুলকার নাইম (৩৫), হারুন অর রশিদ (৫০) ও হান্নান (৪০) সহ অনেকে। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান মহিউদ্দিন লাভলুকে অবগত করলে তিনি মিমাংসা করে দেয়। তাঁরা চেয়ারম্যানের মিমাংসা না মেনে রাতে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটনায়।
রাজ্জাক বিশ্বাসের মেয়ে মোসা. ফেরদৌসী জান্নাত জানান, তাঁর বাবার কবলা ও পৈত্রিক জমিতে পাকা দোকান ঘর নির্মাণ কাজ শুরু করলে বিভিন্ন সময় হুমকি ও বাধা দেয় মাকসুদুর রহমান ও জুলকার নাইম ও তাদের সন্ত্রাসী বাহিনীরা। এবিষয়ে স্থানীয় চেয়ারম্যানকে জানালে তিনি বিষয়টি মিমাংসা করে দেয়। তাঁরা মিমাংসা না মেনে বুধবার রাতে দুর্ধষ সন্ত্রাসী হামলা চালিয়ে আমাদের দোকান ঘর ভেঙে চুড়ে দেয়। ককটেলের আঘাতে আমার বাবা আহত হয়। আমাদের কে হত্যার হুমকি দেয়।

এবিষয়ে জানতে চাইলে বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘
অভিযোগের প্রেক্ষিতে আইনাণুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By MrHostBD