আদালত বন্ধ, উপরের নির্দেশে চলছে শুধু কলাপাড়া নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত! | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১২:০৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
গলাচিপায় সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা রাস ও গঙ্গাস্নানের ব্যাপক প্রস্তুতি; কুয়াকাটাকে সাজানো হয়েছে নতুন সাজে আমতলীতে চলাচলের পথ বন্ধ করে খোলা পায়খানা নির্মাণ; চার পরিবার অবরুদ্ধ! গলাচিপায় আসামীর ভ’য়ে পালিয়ে বেড়াচ্ছে মা-মলার বাদী গলাচিপায় উন্নয়ন অগ্রযাত্রা সামনে রেখে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাউফল গৃহবধুর ঝু-লন্ত ম-রদেহ উদ্ধার গলাচিপায় নকল ভেজাল কৃষি উপকরনে ক্ষতিকর প্রভাব বিষয়ে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত বাউফলে তিনদিন ব্যাপী জগদ্ধাত্রী পুজা উৎসব অনুষ্ঠান কলাপাড়ায় প্রতিপক্ষকে ফাসাতে গিয়ে নিজেই ফেসে গেলেন কলাপাড়ায় বিকল্প জীবিকায়নের লক্ষ্যে ছাগল বিতরণ
আদালত বন্ধ, উপরের নির্দেশে চলছে শুধু কলাপাড়া নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত!

আদালত বন্ধ, উপরের নির্দেশে চলছে শুধু কলাপাড়া নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত!

আপন নিউজ, বিশেষ প্রতিবেদকঃ

করোনা সংক্রামক পরিস্থিতিতে দেশের সকল আদালত বন্ধ থাকলেও জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের পাশাপাশি সরকারী গেজেট বিজ্ঞপ্তিতে শুধু চলমান রয়েছে ভার্চুয়াল আদালত। যাতে মানবিক বিবেচনায় হাজতী আসামীর জামিন শুনানি চলছে। এছাড়া দেশের কোথাও কোন আদালতের কার্যক্রম চলার তথ্য জানা না গেলেও পটুয়াখালীর কলাপাড়া নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে ২৫ জুন বৃহস্পতিবার চলেছে শুধু একটি মামলার কার্যক্রম। তবে এনিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বললেন করোনা পরিস্থিতিতে সকল নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত বন্ধ রয়েছে। কলাপাড়া
নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত চলার বিষয়টি আমি অবগত নই, জেনে বলতে পারবো।
তবে এনিয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও আবু হাসনাত মোহাম্মাদ শহিদুল হক ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা যায়নি।

এদিকে দেশের সকল আদালত বন্ধ থাকার পরও কলাপাড়া নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে ৪ঠা জুন দায়েরকৃত মামলায় বৃহস্পতিবার দুপুরে বিবাদী পক্ষে শুনানীতে অংশ নিয়েছেন জেলা বারের সভাপতি, সম্পাদক সহ প্রভাবশালী একাধিক আইনজীবী। বাদী পক্ষে শুনানীতে অংশ নিয়েছেন স্থানীয় প্রভাবশালী আইনজীবী।
আর ফৌজদারী কার্যবিধির ১৪৪, ১৪৫ ধারার এ মামলার শুনানী ও আদেশ শুনতে আদালত চত্বরে উপস্থিত ছিল পক্ষ বিপক্ষের কয়েকশ’ মানুষ। এতে স্বাস্থ্য বিধি মানা তো দূরের কথা উভয় পক্ষের সংঘর্ষ ঠেকাতে মোতায়েন রাখতে হয়েছে পুলিশ। আর এ নিয়ে আদালত চত্বরে শোনা গেছে, উপরের নির্দেশে চলছে শুধু কলাপাড়া নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত!, তথ্য নির্ভরযোগ্য সূত্রের।

এর আগে কলাপাড়া পৌর শ্রমিকলীগের সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম রকি ৪ঠা জুন বৃহস্পতিবার পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন ধানখালীর লেমুপাড়া মৌজার জমি নিয়ে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী শামিমুজ্জামান কাশেম সহ ৭ জনের নামে কলাপাড়া নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে এমপি ১৮/২০২০ মামলা দায়ের করেন। বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কলাপাড়া ইউএনও আবু হাসনাত মোহাম্মাদ শহিদুল হক মামলাটি আমলে নিয়ে ওসি
কলাপাড়াকে শান্তি শৃংখলা রক্ষার জন্য ১৪৪ ধারা জারির নির্দেশনা সহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন। এছাড়া ভূমির দখল সংক্রান্ত প্রতিবেদন দিতে ধানখালী তহশিলকে নির্দেশ প্রদান মামলার পরবর্তী তারিখ ধার্য করেন ২৫জুন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মো: আবু জাফর বলেন, ’অদ্য মামলার ধার্য তারিখে আদালত বাদী ও বিবাদী পক্ষের শুনানী শোনেন। বাদী পক্ষে দখল সংক্রান্ত তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আপত্তি সহ এসি ল্যান্ডকে পুন:তদন্তের আদেশ দিতে আবেদন জানানো হয়েছে। আর বিবাদী পক্ষে জমির কাগজ পত্র সঠিক ও উচ্চ আদালতের আদেশ থাকায় মামলাটি আইন অনুযায়ী চলার সুযোগ নেই এবং বিবাদীদের অব্যাহতির জন্য নিবেদন করা হয়।’

বেঞ্চ সহকারী জাফর আরও বলেন, ’শুনানীর পর বিজ্ঞ আদালত মামলাটি আদেশের জন্য রাখেন এবং মামলার পরবর্তী তারিখ নির্ধারন করেন আগামী ৪ঠা জুলাই ২০২০।’

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জিএম সরফরাজ বলেন, ’করোনা পরিস্থিতিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত বন্ধ আছে। আমরা শুধু মাত্র জামিন যোগ্য অপরাধের মামলা গুলো মানবিক কারনে শুনছি। যে মামলা গুলো ইতিপূর্বে দায়ের হয়েছে।’

জিএম সরফরাজ আরও বলেন, ’করোনা পরিস্থিতিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত বন্ধ থাকার পরও কলাপাড়ায় নতুন মামলা ও অদ্য মামলার শুনানীর বিষয়টি আমি অবগত নই। আমি জেনে বিষয়টি বলতে পারবো।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!