রবিবার, ২৮ মে ২০২৩, ০৮:৫৪ পূর্বাহ্ন
আপন নিউজ, বরিশাল অফিসঃ
স্ত্রীর টাকা নিয়ে পালিয়েছেন এক স্বামী। এ ব্যাপারে কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরী করেছেন স্ত্রী শারমিন। জিডি নং-৮৮৪।
জিডিতে উল্লেখ করা হয়, যে গত ১১ জুন সকালে বরিশাল নগরীর ২৫নং ওয়ার্ড টেক্সাটাইল সংলগ্ন ভাড়া বাসা থেকে কাউকে কিছু না বলে শারমিনের স্বামী সজিব খান বাসা থেকে বের হয়ে যায়। এরপর আর ফিরে আসেনি। জানা যায়, নলছিটি উপজেলার সিদ্ধকাঠী ইউনিয়নের কালিয়ার জোর এলাকার দেলোয়ার মৃধার মেয়ে শারমিনের সাথে দপদপিয়া ইউনিয়নের শেখেরকাঠি গ্রামের রহিম খানের ছেলে সজিব খানের সাথে বিয়ে হয়।
বিয়ের পর তারা আলাদা বাসা নিয়ে নগরীর ২৫ নং ওয়ার্ডে বসবাস শুরু করেন। মেয়ের বাবা দেলোয়ার মৃধা জানান, ওই দিন জামাতা সজিব পালিয়ে যাওয়ার পর ঘরে গিয়ে আমার মেয়ে দেখতে পায় গচ্ছিত টাকা, অলংকার নেই। আমরা ধারণা করছি ওই টাকা পয়শা নিয়েই মূলত পালিয়ে গেছে সজিব।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply