শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ন
আপন নিউজ, বিশেষ প্রতিবেদকঃ
কুয়াকাটা পৌর মেয়র ও লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছোটভাই মোশারেফ মোল্লাকে গ্রেফতারের পর তাকে জামিন দিয়েছেন বিজ্ঞ আদালত। মহিপুর থানা পুলিশ চাঁদবাজী মামলায় গ্রেফতার দেখিয়ে মোশারেফ মোল্লাকে আদালতে সোপর্দ করার পর নিযুক্তীয় বিজ্ঞ কৌশলীর শুনানীতে সন্তুষ্ট হয়ে আগামী ১৩ আগষ্ট পর্যন্ত তার জামিন আবেদন মঞ্জুর করেন বিজ্ঞ আদালত। বুধবার(২৯ জুলাই) কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত এ আদেশ প্রদান করেন।
এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) রাত ১২টা ৩০ মিনিটের সময় মহিপুর থানার ওসি মনিরুজ্জামানের নির্দেশে একদল পুলিশ আলীপুরস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন। বালু ব্যবসা নিয়ে বিরোধের জেরে মামলা দায়েরের পর এতদিন তাকে গ্রেফতার না করলেও সম্প্রতি লতাচাপলি ইউপি চেয়ারম্যান আনছার মোল্লা মহিপুর ওসি’র দূর্নীতি নিয়ে গনমাধ্যমে মুখ খুললে মোশারেফ মোল্লাকে গ্রেফতার করেন ওসি।
লতাচাপলি ইউপি চেয়ারম্যান মো: আনছার মোল্লা বলেন, ’বালু ব্যবসা নিয়ে বিরোধের জেরে মোশারেফ এর নামে ওসিকে প্রভাবিত করে মিথ্যা মামলা দায়ের করেন মনির। যা তদন্তে এবং স্বাক্ষ্য প্রমানে আদালতে মিথ্যা প্রমানিত হবে বলে দাবী তাঁর।’
এদিকে মামলার বাদী মো: মনিরুল ইসলাম বলেন,’কুয়াকাটা পৌর মেয়র ও লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছোটভাই মোশারেফ মোল্লা ক্ষমতার দাপটে কুয়াকাটায় নানান অপকর্মের সাথে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply