শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৪:২২ অপরাহ্ন
আপন নিউজ রিপোর্টঃ
জাতীয় শোক দিবস উপলক্ষে অনলাইনভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়েছে।
পুরস্কার তুলে দিলেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান ও কলাপাড়া শিল্পকলা একাডেমির শিক্ষক মোস্তফা জামান সুজন।
শনিবার (১৫ আগষ্ট বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ পুরষ্কার বিতরন করা হয়।
উল্লেখ্য, গত ১০ আগষ্ট উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধুর গান,কবিতা আবৃত্তি ও ৭মার্চের ভাষণ বিষয়সমূহে ৩টি গ্রুপে অনলাইনে এ প্রতিযোগিতা হয়। পরবর্তীতে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকারীদের নিয়ে জেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিভাগীয় পর্যায়ে তিনজন উত্তীর্ণ হয়। কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে একই সাথে বিভাগীয় পর্যায়ে উন্নীত মাশফিয়া ইসলাম রৌদশী,আনতারা আনিশা ও লিমা আক্তারকেও পুরষ্কৃত করা হয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply