বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন
প্রভাষক মো. আবু ইউসুফঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্ব পরিবারে হত্যা বাংলাদেশের ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। এরপর আরেকটি ভয়ানক রক্তাক্ত ও কলঙ্কিত অধ্যায়ের সূচিত হয় ২০০৪ সালের ২১ আগস্ট।
রাজনৈতিক ইতিহাসে ১৯৭৫ সালের ১৫ আগস্টের মত ২১ আগস্টও একটি কলঙ্কময় দিন মৃত্যু-ধ্বংস-রক্তস্রোতের নারকীয় গ্রেনেড হামলার ১৬তম বার্ষিকী। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ শান্তিপূর্ণ সমাবেশে অকল্পনীয় এক নারকীয় গ্রেনেড হামলার ঘটনা বাংলাদেশে এক কলঙ্কময় অধ্যায়ের জন্ম দেয়।
এদিন ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সন্ত্রাসবিরোধী সমাবেশের ওপর গ্রেনেড হামালা চালানো হয়।
এই বর্বরোচিত গ্রেনেড হামলার প্রধান টার্গেট ছিলেন বর্তমান শিক্ষাবান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, তৎকালীন বিরোধী দলের নেতা আওয়ামী লীগ সভাপতি, বঙ্গবন্ধুকন্যা, ১৮ কোটি মানুষের আস্থা, মানবতার মা জননেত্রী শেখ হাসিনা। এতে মহিলা আওয়ামী লীগের সভাপতি আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন শেখ হাসিনাসহ ৫ শতাধিক মানুষ। ২১ শে আগস্টে নিহত হওয়া সকল বীর শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি।
মহামারি করোনাভাইরাস আক্রান্তরোধে সকলকে সচেতন থাকার আহ্বান রাখছি, আমরা যেন খুব দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি- আল্লাহ্ সবাইকে হেফাজত করুণ।।
লেখক: সভাপতি, সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) পটুয়াখালী জেলা কমিটি।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply