শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৪:১৮ অপরাহ্ন
আপন নিউজ, কলাপাড়া অফিসঃ
কলাপাড়ায় গরু ব্যবসায়ী আবু বকর আকন (৪০) নিখোঁজ হওয়ার ২ দিন অতিবাহিত হলেও সন্ধান পাওয়া মিলেনি। ঘটনা সোমবার সকালে কলাপাড়া পৌরশহরের।
নিখোঁজ আবুবকর আকনের ভাই জানান, গত সোমবার (২৪ আগষ্ট) সকালে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের উমেদপুর গ্রামের মৃত্যু আবদুল আলী আকনের পুত্র মোঃ আবুবকর আকন নিজ বাড়ী থেকে জমাজমির কাগজপুত্রসহ কলাপাড়া আদালতের উদ্দেশ্যে রওনা দিয়ে কলাপাড়া নতুনবাজারস্থ তার ভাগিনা আবদুর রহমান ষ্টোর নামে জুতার দোকানে পৌছে কাগজপত্র তার ভাগিনার দোকানে রেখে বাজারে যায়। তারপর থেকে আর তাকে পাওয়া যায়নি। এব্যাপারে তার বড় ভাই মোঃ নুরুল্ল্যাহ আকন (৬৬) মঙ্গলবার কলাপাড়া থানায় সাধারন ডায়রী করেন। যার নম্বর ১০৯০ তারিখ ২৫/৮/২০২০। সেই থেকে আবুবকর আকনের ব্যবহৃত মোবাইল ফোন নম্বর ২টি বন্ধ রয়েছে। নিখোঁজ আবুবকর আকনের বড় ভাই নুরুল্লাহ আকন জানান, তার ভাই একজন গরু ব্যবসায়ী। তার সাথে একই এলাকার হানিফ খানের পুত্র মোঃ ইসমাইল খান, মৃত সেকান্দার আলি খানের পুত্র হানিফ খান, ছলেমান খানের পুত্র সাহাবুদ্দিনসহ অন্যান্যদের জমাজমি সংক্রান্ত বিরোধ ও মামলা থাকায় তারাই তার ভাইকে খুনের উদ্দেশ্যে অপহরন করেছে বলে আমার দৃঢ় বিশ্বাস।
এব্যাপারে কলাপাড়া থানার ডিউটি অফিসার এস,আই, শাহিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সাধারন ডায়রীর বিষয় তল্লাশি অব্যহত রয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply