রবিবার, ২৮ মে ২০২৩, ০৯:৫৬ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্টঃ
২য় বারের মত গবেষণামূলক জনপ্রিয় জাতীয় পত্রিকা ধ্রুববাণী ও অনলাইন দৈনিক ধ্রুববাণী ডটকম-এর প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন এ সময়ের বিশিষ্ট কবি, লেখক, ছড়াকার, নাট্যব্যক্তিত্ব ও সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ মোহাম্মদ আলমগীর (জুয়েল)।
এতে পত্রিকার সম্পাদক, প্রকাশক, ব্যবস্থাপনা সম্পাদকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, ‘গত ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) গবেষণামূলক জাতীয় পত্রিকা ধ্রুববাণী ও ধ্রুববাণী ডটকম-এর সম্পাদক এবং জনপ্রিয় ইউটিউব চ্যানেল Sonali Vision এর পরিচালক মাইনুদ্দিন আল আতিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ধ্রুববাণী পত্রিকায় আমাকে ২য় বারের মত প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে। এটি যেমন আনন্দের তেমনি নতুন উদ্দীপনা ও আরেকটি চ্যালেঞ্জ।’
তিনি বলেন, ‘সাংবাদিকতা মানে সূত্র ধরে খবরের খোঁজ, অনুসন্ধানী চোখে যতটা তথ্য প্রমাণ নির্ভর হয়ে ঘটনার বিবরণ তুলে ধরা যায়, প্রতিবেদন হবে মানুষের ততটাই আস্থা ও বিশ্বাস। সাংবাদিকতা মূলতঃ সমাজ ও রাষ্ট্রের দর্পণ।’
তিনি আরও বলেন, ‘এই পরিবারের একজন সদস্য হয়ে আমি আশা প্রকাশ করছি, আগামীতে ধ্রুববাণী সমাজ ও রাষ্ট্র সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃত হবে। প্রয়োজন নিষ্ঠা, সততা, মেধাবী সংবাদকর্মী নিয়োগ এবং সত্যের পিছনে অবিরাম ছুটে চলা ও হলুদ সাংবাদিকতা হতে দূরে থেকে গণমানুষের কথা বলা।’
পত্রিকার সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘আমাকে ২য় বারের মত জনপ্রিয় জাতীয় পত্রিকা ধ্রুববাণী’র সম্মানিত প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করার জন্য আমি সম্পাদক, প্রকাশক, বার্তা সম্পাদক, বিজ্ঞাপন বিভাগ এবং এই পরিবারের সকল সংবাদকর্মী ও পাঠককে জানাই হৃদয়ের অন্তঃস্থল হতে আন্তরিক প্রীতি ও অনাবিল শুভেচ্ছা। সেই সাথে যেসব প্রিন্ট মিডিয়া ও অনলাইন পত্রিকা এই বিষয়টি গুরুত্ব দিয়ে নিউজ ছাপিয়েছে তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।’
উল্লেখ্য, এর আগে ২০১৯ সালের ৭ জুলাই সর্বপ্রথম তিনি এ পত্রিকার প্রধান উপদেষ্টার দায়িত্ব পান এবং ১ বছর পর্যন্ত তিনি নিষ্ঠার সাথে তাঁর উপর অর্পিত দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর নিষ্ঠা ও সততায় মুগ্ধ হয়ে পত্রিকার সম্পাদক তরুণ কবি মাইনুদ্দিন আল আতিক গত ১ সেপ্টেম্বর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁকে পুনরায় (২য় বারের মত) পত্রিকার প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব প্রদান করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply