রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১২:১৮ পূর্বাহ্ন
মোঃ জসীম উদ্দীন,বেনাপোলঃ
যশোরের শার্শার বাগআঁচড়া ইউনিয়নের সাত মাইল রাশেদের চাতালের ভেতর শুক্রবার (১৮ই সেপ্টেম্বর) সকালে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে দুই সন্তানের জননী মমতাজ বেগম (৩৩) নামে এক গৃহবধূ। নিহত মমতাজ বেগম শার্শার রুদ্রপুর গ্রামের আবদুল্লার স্ত্রী ও সাতক্ষীরা জেলার আশাশুনি থানার গড়পুতা গ্রামের মহাতাবের মেয়ে।
স্থানীয় মেম্বর আলমগীর জানান, আজ শুক্রবার সকালে ঘটনাটি শুনে ঘটোনা স্থলে এসে দেখি আড়ার সাথে নিথর দেহ ঝুলে আছে। পুলিশের এসে স্থানীয়দের সহায়তায় নিথর দেহ নামানো হয়। নিহতের স্বামী পালাতক আছে।
বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, ঘটনাটি তার স্বামী ও গ্রামের মেম্বর থানায় জানায়। ঘটোনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে লাশটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিষয়টি বোঝা যাবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply