বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০৮:৪২ অপরাহ্ন
আপন নিউজ ডেস্কঃ
কলাপাড়ার ডালবুগঞ্জ ও পেয়ারপুর গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ চালু করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নতুন বিদ্যুৎ সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব।
তিনি ঢাকায় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন বিদ্যুৎ সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডাবলুগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সিকদার, অধ্যক্ষ দেলওয়ার হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি প্রভাষক ইউসুফ আলী ও পল্লী বিদ্যুৎ সমিতি কলাপাড়া জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী শহিদুল ইসলাম। দু’টি গ্রামের ২০৩ গ্রাহক দেশ স্বাধীনের পরে এই প্রথম বিদ্যুতের সংযোগ পেল।
আরইবি সুত্রে জানা গেছে, দুই গ্রামে বিদ্যুতায়নের জন্য আট দশমিক ৭৬৫ কিলোমিটার নতুন বিদ্যুত লাইন স্থাপন করা হয়েছে। এজন্য সরকারের ব্যয় হয়েছে এক কোটি ৭৫ লাখ ৩০ হাজার টাকা। প্রত্যেক গ্রাহকের জন্য ব্যয় হয়েছে ৫৪ হাজার ৪৪১ টাকা।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply