শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৯:৩৬ পূর্বাহ্ন
বরিশাল অফিসঃ
কলাপাড়া উপজেলার মহিপুরে অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৮। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করেছে বেশকিছু আগ্নেয়াস্ত্র।
গ্রেফতার মো. সোহাগ জোমাদ্দার (৩০) ও ফারুক খন্দকার (৫০) এলাকায় নানান অপরাধের সাথে জড়িত। তাদের গ্রেপ্তারের বিষয়টি রাতে এক ইমেল বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন বরিশাল র্যাব রুপাতলী কার্যালয়। এর আগে তাদের শুক্রবার গভীর রাতে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্র জানান, তাদের একটি টিম পটুয়াখালীতে টহলকালে খবর আসে মহিপুর মাছের আড়তের সামনে একটি সন্ত্রাসী বাহিনী অবস্থান করছে। সেখানে র্যাবের উপস্থিতি টের পেয়ে ফারুক ও সোহাগ দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা। পরবর্তীতে র্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করে তাদের কাছে অস্ত্র ও গুলি মজুত আছে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানান, দুইজনের স্বীকারোক্তিতে ওই এলাকার একটি আড়ৎ ঘর থেকে ২টি ওয়ান শুটারগান, ২রাউন্ড কার্তুজ, একটি বিদেশী রিভলবার, ৮ রাউন্ড গুলি এবং ২ টি চাপাতি উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাবের ডিএডি মো. মোক্তার হোসেন বাদী হয়ে মহিপুর থানায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।
আগামী ২০ অক্টোবর মহিপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে এসব আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হতো বলে সূত্র জানিয়েছেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply