কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় আধুনিক ওয়াশব্লক | আপন নিউজ

সোমবার, ০৬ মে ২০২৪, ০৬:২৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গরুতে ঘাস খাওয়া নিয়ে দ্বন্দ্ব; দুজনকে কু’পি’য়ে জ’খ’ম করার অভিযোগ। কলাপাড়ায় প্রান্তিক কৃষকের মাঝে রাসায়নিক সার ও বীজ বিতরণ আমতলীতে হতদরিদ্র পেল উপহারের ঘর কলাপাড়ায় তৃষ্ণার্ত মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ কলাপাড়ায় পানিতে ডুবে দুই শি’শু’র মৃ’ত্যু ’উপজেলা পরিষদ নির্বাচন হবে ভয় ভীতিহীন, স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন’ -দুর্যোগ ও ত্রান প্রতিমন্ত্রী কলাপাড়ায় মাছ লু’টে বা-ধা: দূর্বৃত্তদের হা’ম’লা’য় ঘের মালিকের ছেলে গু’রু’তর জ’খ’ম আমতলীতে সাংসদের উদ্যোগে তৃষ্ণার্ত মানুষের মাঝে খাবার স্যালাইন ও সুপেয় পানি বিতরন আমতলীতে রাজহাঁস নিয়ে দুই পক্ষের সং’ঘ’র্ষে আ’হ’ত-৯ মানুষের কৃতকর্মে বিষাক্ত হয়ে উঠছে পৃথিবী
কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় আধুনিক ওয়াশব্লক 

কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় আধুনিক ওয়াশব্লক 

জাহিদ রিপনঃ
শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা, স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার, হাত ধৌতকরনসহ নিরাপদ পানির ব্যবহার নিশ্চিত করতে কলাপাড়ার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে র্নিমান করা হয়েছে আধুনিক ওয়াশ ব্লক। সোমবার সকাল দশটায় এসব ওয়াশ ব্লকের উদ্বোধন করেন এফএইট’র কান্ট্রি ডিরেক্টর সমরেশ নায়েক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান খান, মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সালাম, এফএইচ এসোসিয়েশনেরে প্রোগ্রাম ডিরেক্টর মিজানুর রহমান, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার রিতা বড়–য়া, সিনিয়র মনিটরিং এন্ড ইভালুয়েশন রিজোনাল ম্যানেজার এএইটএম কামরুজ্জামান, প্রোগ্রাম ম্যানেজার গৌতম দাস প্রমুখ।
এফএইচ এসোসিয়েশনের কম্পেহেনসিভ ফ্যামিলি এন্ড কমিউনিটি ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় কলাপাড়া উপজেলার মেনহাজপুর হাক্কানী মাধ্যমিক বিদ্যালয়, ফরিদগজ্ঞ মাধ্যমিক বিদ্যালয়, চাকামইয়া মাধ্যমিক বিদ্যালয়, হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়, মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়, ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয়, শিশু পল্লী একাডেমী, তালতলীর নলবুনিয়া আগরপাড়া মাধ্যমিক বিদ্যালয়, কবিরাজপাড়া  মাধ্যমিক বিদ্যালয়, নয়াভাই জোরা মাধ্যমিক বিদ্যালয়, বথিপাড়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয়, নাসির উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে এসব ওয়াশব্লক র্নিমান করা হয়েছে।
রিজোনাল প্রোগ্রাম ম্যানেজার গৌতম দাস জানান, ৪৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত প্রতিটি ওয়াশব্লক একই সময়ে দশ জন ছাত্র-ছাত্রী ব্যবহার করতে পারবে। ভেনটিলেটর, এডজাস্ট ফ্যানসহ এসব ওয়াষব্লকে ছেলে-মেয়েদের জন্য আলাদা আলাদা টয়লেটের ব্যবস্থা রয়েছে। মেয়েদের টয়লেটে তাদের ব্যবহার্য উপকর পরিস্কার করার ব্যবস্থাসহ হাইজিন বক্স, সাবানদানি, কাপড় শুকানোর স্ট্যান্ড স্থাপন করা হয়েছে। নিরাপদ পানির পর্যাপ্ত ব্যবহারের জন্য ৫’শ লিটার ধারন ক্ষমতার পানির ট্যাংক স্থাপন করা হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া, শাহনাজ, কবিতা জানায়, মাসের বিশেষ সময়ে নিরাপদ পরিবেশে পরিচ্ছন্ন হতে না পেরে অনেকরই বিদ্যালয়ে আসা হয়না। আধুনিক এ ওয়াশব্লক র্নিমানের ফলে আমাদের দীর্ঘদিনের সমস্যার সমাধান হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান খান বলেন, প্রতিটি বিদ্যালয়ে ওয়াশব্লক র্নিমান বরা হলে শিক্ষার্থীরা দুপুরে টিফিনের পর হাত ধৌতকরনসহ বিভিন্ন সংক্রামন রোগ থেকে মুক্তি পাবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!