কলাপাড়ায় প্রতিবন্ধীকে কুপিয়ে জখম করার পর এবার হয়রানী করছে পিতা ও চাচাকে | আপন নিউজ

শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৩:২৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে সাংসদের উদ্যোগে তৃষ্ণার্ত মানুষের মাঝে খাবার স্যালাইন ও সুপেয় পানি বিতরন আমতলীতে রাজহাঁস নিয়ে দুই পক্ষের সং’ঘ’র্ষে আ’হ’ত-৯ মানুষের কৃতকর্মে বিষাক্ত হয়ে উঠছে পৃথিবী গলাচিপায় সীসা দূষণ প্রতিরোধে স্বাস্থ্যকর্মী গলচিপায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ২ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহার কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই নারীকে পি’টি’য়ে জ’খ’ম কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিতি হবে আগামী ৫জুন গলাচিপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুরগী ব্যবসায়ীকে মা’রধ’র গলাচিপায় অপার সম্ভাবনাময় সু-স্বাদু মুগডাল যাচ্ছে জাপানে গলাচিপায় ঝিলিক সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালকের সংবাদ সম্মেলন
কলাপাড়ায় প্রতিবন্ধীকে কুপিয়ে জখম করার পর এবার হয়রানী করছে পিতা ও চাচাকে

কলাপাড়ায় প্রতিবন্ধীকে কুপিয়ে জখম করার পর এবার হয়রানী করছে পিতা ও চাচাকে

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ

কলাপাড়ায় প্রতিবন্ধী সোবাহান মৃধাকে কুপিয়ে জখম মামলার আসামী জাকির হোসেন হাওলাদারের বিরুদ্ধে সোবাহানের পরিবারকে হয়রানীর অভিযোগ উঠেছে। এ মামলা থেকে বাঁচতে জাকির ও তার সহযোগীরা সোবাহানকে কোপানোর ঘটনায় পিতা সুলতান মৃধা ও চাচা মোশাররফ মৃধার উপর দোষ চাপানোর অপচেষ্টার বিরুদ্ধে বৃহস্পতিবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে।
লিখিত বক্তব্যে মোশাররফ মৃধা বলেন, এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও প্রতারক জাকির হোসেন হাওলাদার সোবাহানকে কুপিয়ে জখম মামলার ছয় নং আসামী। এছাড়া তার বিরুদ্ধে সুলতান মৃধার ঘর পোড়ানোর মামলা, মনষাতলী গ্রামের রমনী কান্তের ঘেরের মাছ চুরি ও ঢাকা জজ কোটে একটি চাঁদাবাজী মামলা চলমান রয়েছে। তিনি বলেন, স্থানীয় ধুলাসার ইউনিয়ন আওয়ামীলীগের সাত নং ওয়ার্ডে তৃনমূলের ভোটে সে নির্বাচিত সাধারণ সম্পাদক। এ নির্বাচনে তার প্রতিপক্ষের সমর্থক ছিলো জাকির। নির্বাচনে বিজয়ী হতে না পেরে তার বিরুদ্ধে জাকির বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে এমনকি তাকে সমুত্রে জলদস্যুতা ও ডাকাতির সাথে জড়িত বলে অভিযোগ এনেছে , যা সর্ম্পর্ণ মিথ্যা ও বানোয়াট।
মোশাররফ মৃধা বলেন, স্থানীয় মতলেব মীরার সাথে ১০ একর ৪৪ শতাংশ জমি নিয়ে তার ভাই সুলতান মৃধার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। জাকির হোসেন এ জমি দখলের জন্য মতলেব মীরার পক্ষ নিয়ে আমার ভাইকে দূর্বল করতে রাতের আঁধারে প্রতিবন্ধী ভাতিজা সোবাহানকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় শহীদ মৃধা, জলিল মৃধা, কালাম মৃধা, বাবুল মৃধা, জাকির হোসেন হাওলাদার, মেনাজ সিকদার ও ফিরোজ সিকদারকে আসামী করা হয। এ মামলা থেকে বাঁচতে জাকির হোসেন এখন তাদের বিভিন্ন ভাবে হয়রানী করতে এখন ভাতিজাকে কোপানোর দায় তাদের উপর চাপানোর চেষ্টা করছে। অজ্ঞাত খুঁটির জোড়ে জাকির এখন এলাকায় আতংকে পরিনত হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত প্রেতিবন্ধী সোবাহান সোবাহান মৃধার পিতা সুলতান মৃধা ছেলেকে কুপিয়ে জখম করার ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ছেলেকে কোপানোর মিথ্যা অভিযোগ আনার তীব্র নিন্দা জ্ঞাপন করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!