রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

আমতলী প্রতিনিধি।। ভিটে মাটি থেকে উচ্ছেদ করতে রশিদ মীর ও তার লোকজন হতদরিদ্র শানু তালুকদারের বাড়ীর বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ কেটে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভিটে মাটি রক্ষার দাবীতে দ্বারে দ্বারে ঘুরছেন তিনি কিন্তু কোন প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ তার। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের বালিয়াতলী গ্রামে বুধবার দুপুরে।
জানাগেছে, উপজেলার বালিয়াতলী গ্রামের হতদরিদ্র শানু তালুকদার তার নানী আয়ফুল বিবির ওয়ারিশ সুত্রে পাওয়া ৬৬ শতাংশ জমির মালিক। ওই জমিতে গত ২০ বছর ধরে তিনি বাড়ী নির্মাণ করে বসবাস করে আসছেন। শানু তালুকদারের অভিযোগ, রশিদ মীর ভুয়া ওয়ারিশ তৈরি করে তাকে বাড়ী থেকে উচ্ছেদ করতে তার লোকজন দিয়ে বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ মিজানুর রহমানের কাছে দের লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছেন। ওই গাছ তারা কেটে নিয়ে যাচ্ছেন। শানু তালুকদার আরো অভিযোগ করে বলেন, রশিদ মীরের লোকজন তাকে বাড়ী থেকে তাড়াতে জীবন নাশের হুমকি দিচ্ছে। বাড়ী রক্ষার দাবীতে শানু তালুকদার দ্বারে দ্বারে ঘুরছেন কিন্তু কোন প্রতিকার পাচ্ছেন না।
স্থানীয় বৃদ্ধ তাজেম আলী বয়াতি বলেন, শানু তালুকদার ওই বাড়ীতে গত ২০ বছর ধরে বসবাস করছেন। এখন দেখছি রশিদ মীর ওই বাড়ীর গাছপালা কেটে নিয়ে যাচ্ছেন।
স্থানীয় নাশির তালুকদার, মোতালেব ও বেল্লাল বলেন, রশীদ মীর জোরপুর্বক শানু তালুকদারকে ভিটে মাটি থেকে উচ্ছেদ করতে গাছ কেটে নিয়ে যাচ্ছেন।
বুধবার সরেজমিনে গিয়ে দেখাগেছে, ৫-৬ জন শ্রমিক বাগান বাড়ীর গাছ কাটছেন। অনেক গাছ কেটে মাটিতে লুটিয়ে রেখেছেন।
হতদরিদ্র শানু তালুকদার কান্নাজনিত কন্ঠে বলেন, মোর কিছুই নাই একটা বাড়ী আলছে হেই বাড়ী থেকে লড়াইতে রশির মীর ভুয়া ওয়ারিশ তৈরি কইর্যা মোর বাড়ীর গাছ কাইট্টা লইয়্যা গ্যাছে। বাড়ী রক্ষার লই¹্যা মুই মানের ধারে ধারে গ্যালেও মুই বিচার পাইনা। মোর এ্যাহন মইর্যা যাওন ছাড়া পোত নেই।
গাছ ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান বলেন, রশিদ মীরের কাছ থেকে বাগানের ছোট বড় সব গাছ এক লক্ষ ৫০ হাজার টাকায় ক্রয় করেছি। ওই গাছ কেটে নিয়ে যাচ্ছি।
এ বিষয়ে রশিদ মীরের মুঠো ফোনে বারবার যোগাযোগ (০১৭৪৮৬৫২৯২৭) করা হলেও তিনি ফোন ধরেননি।
আমতলী থানার ওসি (তদন্ত) রনজিৎ কুমার সরকার বলেন, গাছ কাটার বিষয়ে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply