শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলায় অনলাইন প্লাটফর্ম জুমে ৫০ জন নারী উদ্যোক্তাদের নিয়ে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।রবিবার বিকেল ৫ টায় উপজেলা প্রশাসন ও তথ্যকেন্দ্র আমতলীর আয়োজনে তথ্য অফিসের হলরুমে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে অনলাইন (জুম অ্যাপস)’র মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপজেলা তথ্য কর্মকর্তা নুসরাত সুলতানা শারমিন, তথ্য সহকারী সোনিয়া আক্তার উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে জানানো হয়, তথ্য কেন্দ্রে নারীদের মূলত ৬টি ক্ষেত্র যথা- শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, কৃষি ও জেন্ডার বিষয়ে সেবা দেয়া হয় এবং বিনামূল্যে প্রেশার ও ডায়াবেটিকস পরিমাপ করা হয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply