শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

আমতলী প্রতিনিধিঃ আমতলী পৌরসভার দুই ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচনে পাঞ্জাবী প্রতিকের দুই প্রার্থী মোঃ মনিরুল ইসলাম ও মোঃ নুরুজ্জামান বিজয়ী হয়েছে। বৃহস্পতিবার উপ-নির্বাচনে তারা বিজয়ী হন। দুই প্রার্থী পাঞ্জাবী প্রতিক বিজয়ী হওয়ার মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানাগেছে, আমতলী পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মঞ্জুরুল হক সেলিম প ায়েত ও ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কালু খলিফা তিন বছর পূর্বে মৃত্যুবরণ করেছেন। তাদের মৃত্যুতে ওই দুই ওয়ার্ড শুন্য ঘোষনা করে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার দুই ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচনে ২ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মোঃ মনিরুল ইসলাম পাঞ্জাবী প্রতিক নিয়ে ৫৪৪ ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ কবির হোসেন ডালিম প্রতিকে ৩৮৪ ভোট পেয়েছেন। ৮ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মোঃ নুরুজ্জামান পাঞ্জাবী প্রতিকে ৫৫০ ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ আবু সুফিয়ান পানির বোতন প্রতিকে ৩৩৭ ভোট পেয়েছেন। দুই ওয়ার্ডের কাউন্সিলর পদে পাঞ্জাবী প্রতিক বিজয়ী হওয়ার মানুষের মধ্যে চা ল্যের সৃষ্টি হয়েছে।
আমতলী উপজেলা নির্বাচন অফিসার মোঃ সেলিম রেজা বলেন, ইভিএম পদ্ধতির সুষ্ঠু ভোটে বে-সরকারীভাবে দুই ওয়ার্ডে পাঞ্জাবী প্রতিকের দুই প্রার্থী বিজয়ী হয়েছেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply