শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

আমতলী প্রতিনিধিঃ বরগুনা তালতলী উপজেলায় এক কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে এক যুবককে আটক করেছে র্যাব-৮ সদস্যরা।
সোমবার রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।আটক মোঃ শাকিল (২০) উপজেলার মিনিপাড়া গ্রামের আব্দুল মন্নান হাওলাদারের ছেলে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮ জানায়, গত ২২ মার্চ জয়ালভাঙ্গা প্রজেক্ট নামক স্থানে রাকিব নামের ব্যক্তির দোকান ঘরে নিয়ে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে। পরে ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার হুমকি দেয়। একপর্যায়ে ওই কিশোরীর পরিবার র্যাবের সঙ্গে যোগাযোগ করে। এরই পরিপ্রেক্ষিতে সোমবার র্যাব – ৮ একটি দল অভিযান চালিয়ে মোঃ শাকিলকে আটক করে। এ সময় তার কাছ থেকে মোবাইল ফোন জব্দ করা হয়। আসামীর মোবাইলের এক্স গ্যালারি পর্যালোচনা করে ভিক্টিম কিশোরীর সাথে তার অশ্লীল স্থির চিত্র ও ভিডিও পাওয়া যায়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তালতলী থানায় হাস্তান্তর করা হয়।
তালতলী থানার ওসি মোঃ শাখাওয়াত হোসেন তপু বলেন র্যাব সদস্যা শাকিল নামে একজনকে আটক করে থানায় সোপর্দ করেছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply