শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

আপন নিউজ ডেস্কঃ চাকামইয়া মানবিক যুব কল্যাণ ফোরামের উদ্যোগে কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নে কর্মরত ইমাম ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সম্মানে এক বর্ণাঢ্য সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ জুন) বেলা ১১টায় চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইউনিয়নের সকল জামে মসজিদের ৬৮ জন ইমাম এবং ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮০ জন শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাকামইয়া মানবিক যুব কল্যাণ ফোরামের আহ্বায়ক আল-আমিন হাওলাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মো. সাইদুর রহমান।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন ফোরামের প্রধান উপদেষ্টা ও সাবেক ইউপি সদস্য মো. মামুন সিকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, সাবেক সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সাধারণ সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টু, যুগান্তর প্রতিনিধি অমল মুখার্জী, ইঞ্জিনিয়ার ইয়াকুব আলী খান, প্রাথমিক শিক্ষক সমিতির কলাপাড়া উপজেলা সভাপতি মো. শাহাবুদ্দিন, ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহ সুজা উদ্দিন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন, রিয়াজ তালুকদার, শিক্ষক দেলোয়ার হোসেন, মাওলানা মো. মোশারফ হোসেন, মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা মো. আল-আমিন, মাওলানা মো. আবু মুসা, শিক্ষক সানজিদা রহমান প্রমুখ।
চাকামইয়া মানবিক যুব কল্যাণ ফোরামের ২২ দফা বৈশিষ্ট্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফোরামের পৃষ্ঠপোষক উপদেষ্টা মোস্তাফিজুর রহমান তালুকদার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. দুলাল হোসেন বাবুল।
অনুষ্ঠানজুড়ে ছিলো কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও মানবিক মূল্যবোধে ভরপুর পরিবেশ। এমন আয়োজন ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply