শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

আপন নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে অতুলনীয় ভূমিকা রাখায় কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম ৮টি ইউনিয়নের গ্রাম পুলিশদের বিশেষ পুরস্কারে ভূষিত করেছেন।

এ বছর ঈদুল আজহা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে। ওসি জুয়েল ইসলামের তত্ত্বাবধানে পুলিশ ও গ্রাম পুলিশ সদস্যরা যৌথভাবে নিরলসভাবে কাজ করায় কলাপাড়ায় কোনো ধরনের ডাকাতি, দস্যুতা, বড় ধরনের চুরি কিংবা ছিনতাইয়ের মতো অপরাধ সংঘটিত হয়নি।
এ প্রসঙ্গে ওসি জুয়েল ইসলাম বলেন, “গ্রাম পুলিশদের আন্তরিক সহযোগিতা ও নিষ্ঠার কারণেই আমরা এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পেরেছি। পুলিশ এবং গ্রাম পুলিশ একসাথে কাজ করলে অপরাধ দমন ও প্রতিরোধ ব্যবস্থা আরও মজবুত হয়। এতে সাধারণ মানুষ নিরাপদে চলাফেরা করতে পারে, ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, পুরস্কারপ্রাপ্ত গ্রাম পুলিশরা তাদের নিজ নিজ ইউনিয়নে দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন, যা অন্যান্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply