শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

আপন নিউজ ডেস্কঃ সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে কুয়াকাটা বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। সমুদ্রের তীড়ে আছড়ে পড়ছে ছোট বড় ঢেউ। সাগর উত্তাল থাকায় গভীর সমুদ্রে অবস্থানরত জেলেরা মাছ ধরা বন্ধ করে ট্রলার নিয়ে তীরে ফিরে আসতে শুরু করেছেন। ইতোমধ্যে অনেক ট্রলার মহিপুর আলীপুর মৎস্য আড়ৎ ঘাটে এসে নেঙ্গর করেছে।
বুধবার সকাল থেকে পটুয়াখালীর কলাপাড়ায় হালকা বাতাসের থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। টানা বৃষ্টিতে সব কিছুতে নেমে এসেছে স্থবিরতা। এরফলে সবচেয়ে বেশি দুর্ভোগে করেছেন নিম্ন আর খেটে খাওয়া মানুষ। উপক‚লীয় এলাকার আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। মঙ্গরবার সকাল নয়টা থেকে বুধবার সকাল নয়টা পর্যন্ত ২৪ ঘন্টায় ১২১.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
এদিকে উপকূলীয় এলাকায় আরো অতিভারী বৃষ্টিসহ দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা করছে আবহাওয়া অফিস। তাই পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া সকল মাছধরা ট্রলার সমূহতে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছেন।
স্থানীয়রা জানান , ৩/৪ দিন ধরেই থেমে থেমে বৃষ্টির কারণে বাজারে মানুষজন খুবই কম। বৃষ্টি চলতে থাকলে তাদের ভোগান্তির কোন শেষ থাকবে না।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী সাংবাদিকদের জানান, উপক‚লীয় এলাকা দিয়ে অতিভারী বৃষ্টি এবং বজ্রবৃষ্টি সহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামী ২৪ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply