শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

আপন নিউজ ডেস্কঃ উপকূলীয় অঞ্চলের প্রান্তিক মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে “সিড়ি” নামক একটি বেসরকারি উন্নয়ন সংস্থা ফিসনেট প্রকল্পের আওতায় প্রাথমিক সংগঠন (পিও) গঠন করেছে। সোমবার (২৩ জুন) সকাল ১০টায় কুয়াকাটা পৌরসভার ৭নং ওয়ার্ডের হোসেন পাড়া গ্রামে রুমা বেগমের বাড়িতে এ উপলক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়।
সভায় এলাকার প্রায় ৫০ জন প্রান্তিক মৎস্যজীবী নারী অংশগ্রহণ করেন।
এই সভায় উপস্থিত ছিলেন সিড়ি ফিসনেট প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার রাজীব বিশ্বাস। তিনি বলেন,
“এই প্রকল্পের মূল লক্ষ্য উপকূলীয় অঞ্চলের মৎস্যজীবী পরিবারের জীবিকা পূনর্গঠন, টেকসই উন্নয়ন নিশ্চিতকরণ, জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তোলা এবং পরিবেশ পুনরুদ্ধার। ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।”
তিনি আরও জানান, সামুদ্রিক মাছ আহরণে নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে জেলেদের আর্থিক সহায়তা ও বিকল্প জীবিকার সুযোগ তৈরির মাধ্যমে তাদের পাশে থাকার চেষ্টা করছে সিড়ি।
অফিস সূত্রে জানা যায়, কুয়াকাটা পৌরসভার সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও ঘনবসতিপূর্ণ সামুদ্রিক জেলে বসতি এলাকায় মোট ২৫টি জেলে সংগঠন (প্রতিটি দলে ২৫ জন করে) গঠন করবে সিড়ি সংস্থা এবং তাদের সার্বিক জীবনমান উন্নয়নে কার্যক্রম পরিচালনা করবে।
সভায় আরও উপস্থিত ছিলেন সিড়ির ফিল্ড ফ্যাসিলিটেটর মেনকো নাইন ও নেওয়েন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply