শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

আপন নিউজ ডেস্কঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই ২০২৫) সকাল ১০টায় কলাপাড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা, পৌর ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক এবং সাধারণ সম্পাদক মুছা তাওহীদ নান্নু মুন্সি প্রমুখ।
সভায় বক্তারা বিএনপির ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন, সাংগঠনিক কার্যক্রমের গতি বাড়ানো, ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রামে প্রস্তুতি গ্রহণসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় উপজেলা বিএনপি’র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সেলিম সিকদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল কবির ঝুনু সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার অন্তর্গত বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সভা শেষে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান তালুকদার আপন নিউজ কে জানান, “আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করতে ধারাবাহিকভাবে এ ধরনের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।”
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply