বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

আপন নিউজ ডেস্কঃ “দেশ গড়তে জুলাই পদযাত্রা”-এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামীকাল (সোমবার, ১৪ জুলাই) পটুয়াখালী জেলায় আয়োজন করতে যাচ্ছে বিশাল পদযাত্রা। এ উপলক্ষে কলাপাড়ায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ও প্রচার-প্রচারণা।
রোববার (১৩ জুলাই) কলাপাড়া উপজেলার মহিপুর বাজারে গণসংযোগ করেন এনসিপি নেতাকর্মীরা। সাধারণ মানুষের হাতে বিতরণ করা হয় লিফলেট। গণসংযোগকালে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা কমিটির সদস্য মোঃ মনিরুজ্জামান, মাহফুজুর রহমান মিরাজ, মাহাবুবুল আলম নাঈম, আব্দুল্লাহ আল ইমরান, হাফেজ আব্দুল্লাহ আল নোমান, রিয়াজ হোসেন, মাওলানা অহিদুজ্জামান প্রমুখ।
জেলা কমিটির সদস্য মাহাবুবুল আলম নাঈম বলেন, “নতুনকে ঘিরে গণতান্ত্রিক আগামীর স্বপ্ন বুনছে কলাপাড়ার মানুষ। আমরা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্ত করে মৌলিক গণতান্ত্রিক সংস্কার বাস্তবায়ন করবো। জুলাই মাসে আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত গণহত্যা ও জুলুমের বিচার চাই। প্রান্তিক জনগণের পক্ষে কথা বলা অব্যাহত রাখবো। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে সরকারি অফিসে ঘুষ ছাড়াই কাজ হবে, কৃষক তার ফসলের ন্যায্যমূল্য পাবে, ঋণের বোঝা হালকা হবে, রোগীরা বিনামূল্যে চিকিৎসা পাবে, সন্তান জন্মের সময় মা নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত পাবে। ক্ষমতা নামবে জনগণের কাতারে।”
তিনি আরও জানান, পদযাত্রাকে সফল করতে ইতোমধ্যে এলাকায় মাইকিং, ব্যানার-ফেস্টুন লাগানো এবং লিফলেট বিতরণ করা হয়েছে। আগামীকাল সকালে কুয়াকাটা, মহিপুর ও কলাপাড়া থেকে রিজার্ভ বাসযোগে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা পটুয়াখালী শহরের কর্মসূচিতে যোগ দেবেন।
এনসিপি’র এ কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও আশাবাদ লক্ষ্য করা যাচ্ছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply