শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলীতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ২টা ১৫ মিনিট থেকে ৩টা ১০ মিনিট পর্যন্ত (১৩ জুলাই রাত থেকে ১৪ জুলাই ভোররাত পর্যন্ত) সময়ের মধ্যে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সুনাম আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ তরিকুল ইসলাম সুনাম তার স্ত্রী, মা, বোন এবং দুই ভাগ্নিকে নিয়ে নিজ বাসভবনে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। নিশাত তাবাসসুম গত দুই মাস আগে আমেরিকা থেকে দেশে ফিরেছেন।
রাতের নিরবতাকে ভেঙে ৭-৮ জনের একদল মুখোশধারী ডাকাত দক্ষিণ পাশের লোহার গ্রিল ভেঙে বাসায় প্রবেশ করে। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে একটি কক্ষে বেঁধে রাখে।
ডাকাত দল ঘরের আলমারি ও সুকেজ তছনছ করে ১৩ ভরি ৫ আনা স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে। লুণ্ঠিত মালামালের মোট মূল্য আনুমানিক ২৪ লাখ ২৫ হাজার টাকা বলে দাবি করা হয়েছে।
ডাকাতদের মধ্যে কেউ শর্ট প্যান্ট, কেউ ট্রাউজার ও বিভিন্ন রঙের টি-শার্ট পরিহিত ছিল। তারা বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলছিল। ঘটনাটি ঘটিয়ে ডাকাতরা ঘরের সামনের দরজা খুলে দক্ষিণ দিকে পায়ে হেঁটে পালিয়ে যায়।
এ ঘটনায় পরিবারের সদস্যরা চরম আতঙ্কে রয়েছেন। কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনও পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে থানার ওসি মোঃ জুয়েল ইসলাম এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বলেন, “ঘটনাটি তদন্তাধীন রয়েছে, অপরাধীদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply