শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

আপন নিউজ ডেস্কঃ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কলাপাড়ায় আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহিউদ্দিন হাসান রুম্মান এর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সিপিপি সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, উপজেলা বন কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা আব্বাস আলী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনার গুরুত্ব এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে পরিবার পরিকল্পনা বিভাগের শ্রেষ্ঠ কর্মী ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠানসমূহের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply