শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের বাসিন্দা মোসাঃ মনিরা বেগম চাঁদাবাজ ও সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পেতে প্রধান উপদেষ্টার কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে তিনি জানান, পায়রা বন্দর কর্তৃক বসতবাড়ি ও জমি অধিগ্রহণের পর ক্ষতিপূরণের টাকা উত্তোলনের সময় স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র তাকে চাঁদা দিতে চাপ দেয়। লালুয়া ইউনিয়নের দশকানি গ্রামের শাহাদত তালুকদার ও দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের মোস্তাফিজুর রহমানসহ ৫-৬ জন সন্ত্রাসী ১৫ শতাংশ হারে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা মনিরা বেগম ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেন।
তিনি অভিযোগে আরও উল্লেখ করেন, তার ছেলে মোঃ এনামুল হকের কাছ থেকেও এক লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয় এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেও হুমকি দেওয়া হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত শাহাদত তালুকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ এড়িয়ে যান।
মনিরা বেগম দাবি করেন, চান্দুপাড়া গ্রামের প্রায় ৫০টি পরিবার একই ধরনের হয়রানির শিকার হলেও তারা ভয়ে মুখ খুলতে পারছে না। তিনি প্রশাসনের আশু হস্তক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply