শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

আপন নিউজ ডেস্ক: কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে মাছ ধরার ট্রলার ও এক জেলের লাশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকতে এফবি সাগরকন্যা নামের ট্রলারটি ভেসে আসে। ট্রলারের ভেতর থেকে উদ্ধার হওয়া জেলের নাম ইদ্রিস হাওলাদার (৫০)। তার পরিচয় শনাক্ত করেছেন জামাতা সাগর ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই বঙ্গোপসাগরের শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে ১৫ জেলে নিয়ে মাছ ধরতে গিয়ে ডুবে যায় এফবি সাগরকন্যা নামের ট্রলারটি। ডুবির চার দিন পর ১০ জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। পরে ১ আগস্ট মীরা বাড়ি সৈকত পয়েন্টে নজরুল ইসলাম নামের আরও এক জেলের লাশ ভেসে আসে। এখনো নিখোঁজ রয়েছেন তিনজন জেলে।
এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, ট্রলার ও লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply