বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

এস এম আলমগীর হোসেনঃ কলাপাড়ায় বঙ্গোপসাগরে তিন দিন দুই রাত ভেসে থাকার পর ১৫ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকাল ১০টার দিকে কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের গঙ্গামতি উপকূল থেকে তাদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উদ্ধার হওয়া জেলেরা হলেন-মোঃ নুরুল হাসান (২৫), মোঃ মোরশেদ (২০), বাদশা মাঝি (৩২), আবুল কাশেম (৪০), শেখ আপ (২২), তৌইদ ইসলাম (১৮), নুরুল আলম (৬০), আনিস (২৮), আনসার (২৭), ফয়সাল (২৮), মোঃ হেলাল (২২), আলী (২৬), কবির (৪৫), সোহেল (৪০) ও সাজ্জাদ (২২)। তারা বর্তমানে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাহার্গণা গ্রামে।
তবে এখনো পাঁচ জেলে নিখোঁজ রয়েছেন। তারা হলেন- রাহান, রিয়াজ উদ্দিন, আবু তাহের, শাহাবুদ্দিন ও কামাল।
বাদশা মাঝি জানান, গত ১৪ আগস্ট রাতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা থেকে মোট ২০ জন জেলে মাছ ধরতে সমুদ্রে যায়। এসময় প্রবল ঝড়ো বাতাসে তাদের মাছ ধরা ট্রলারটি ডুবে যায়। ট্রলারডুবির পর সবাই সাগরে ভেসে থাকেন। তিন দিন দুই রাত ভেসে থাকার পর ধুলাসার ইউনিয়নের গঙ্গামতি গ্রামের জেলে মোঃ শহিদ হাওলাদার তাদের দেখতে পান। পরে তিনি নিজের ট্রলারের মাধ্যমে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
শহিদ হাওলাদার বলেন, “প্রতিদিনের মতো আমরা কয়েকজন সাগরে মাছ ধরতে যাই। হঠাৎ দেখি কয়েকজন জেলে ভাসছে। আমরা সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।”
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী জানান, উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের শরীরে পানিশূন্যতা ও শারীরিক দুর্বলতা দেখা দিলেও সবাই আশঙ্কামুক্ত।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply