বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

আপন নিউজ ডেস্কঃ খানকায়ে বাইতুশ শিফা এর উদ্যোগে পবিত্র সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে কলাপাড়া ফেরিঘাট এলাকায় এ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান ছিলেন কেওড়াবুনিয়ার পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী হাবিবুর রহমান মিসবাহ (কুয়াকাটা)। এছাড়াও কলাপাড়ার বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী হাবিবুর রহমান হাওলাদার মাহফিলে অংশগ্রহণ করেন।
খানকায়ে বাইতুশ শিফা, কলাপাড়া-এর প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে মাহফিল পরিচালিত হয়। এ সময় তিনি বলেন, “সীরাতুন্নবী (সাঃ)-এর আলোকে আমাদের জীবন গড়ে তুলতে হবে। সমাজ থেকে অন্যায়, অবিচার ও অশান্তি দূর করে মানবকল্যাণে কাজ করাই হবে আমাদের মূল লক্ষ্য। এই ধরনের মাহফিল আমাদের ঈমানকে দৃঢ় করতে সহায়তা করে।” পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। সঞ্চালনা করেন নাচনাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ড জামে মসজিদের খতীব মাওলানা আসাদুজ্জামান ইউসুফ।
মাহফিলে উপস্থিত এলাকাবাসী খানকায়ে বাইতুশ শিফা, কলাপাড়া-এর উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোস্তাফিজুর রহমানকে আন্তরিক ধন্যবাদ জানান। একইসাথে তারা ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply