বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন অ্যাকশন এর উদ্যোগে “শিশুদের অধিকার ও সুরক্ষা” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) টিয়াখালী কে. আই. ইসলাম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মশালার আয়োজন করা হয়।
এতে অত্র বিদ্যালয়ের নির্বাচিত ২০ জন শিক্ষার্থীসহ অভিভাবক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও কর্মী, সংবাদ মাধ্যমকর্মী, স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা ফেইথ ইন অ্যাকশনের এ আয়োজনে সন্তোষ প্রকাশ করে বলেন, বর্তমান সময়ে শিশুরা নানা ঝুঁকির মধ্যে রয়েছে। তাদের নিরাপদ ও উপযোগী পরিবেশ তৈরির জন্য সমাজের সকল শ্রেণির মানুষের সচেতন হওয়া জরুরি। এ ধরনের কার্যক্রম সময়োপযোগী ও অত্যন্ত প্রয়োজনীয়।
প্রকল্প ব্যবস্থাপক অনিক রনি দত্ত বলেন, “আজকের কিশোর-কিশোরী আগামী দিনের আলোর দিশারী। তাদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।”
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply