রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন
আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ইউনিয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে টিয়াখালীর সিক্স লাইন প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ পদপ্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমান।
ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মৌলভী মোঃ জসিম উদ্দিন বাশারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা ইসলামী আন্দোলন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা নাঈমুল ইসলাম নাঈম, মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেজবাহ খান দুলাল, মুফতী গাজী মোঃ ওসমান গনী, রাশেদ আরাফাত, মোঃ রাসেল সিকদার ও মোঃ আবু হানিফ রেজা প্রমুখ।
বক্তারা বলেন, ন্যায়ভিত্তিক সমাজ ও ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরলসভাবে কাজ করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ন্যায়, ইনসাফ ও শান্তিপূর্ণ সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের প্রার্থীদের বিজয়ী করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply