বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

আপন নিউজ ডেস্কঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় বাহেরচর মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গাবালী উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা আনিসুর রহমান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাতপাখা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমান।
তিনি তাঁর বক্তব্যে বলেন,“বিএনপি তাদের দল থেকে হাজার হাজার নেতাকর্মীকে বহিষ্কার করেছে। তারা লুটপাট, দখলবাণিজ্য ও চাঁদাবাজি না করলে বহিষ্কার কেন করল? তারা ক্ষমতায় যাওয়ার আগেই যেভাবে লুটপাট শুরু করেছে, তাতে ক্ষমতায় গেলে যে আরও লুটপাট ও অত্যাচার করবে না-তার গ্যারান্টি কী?”
সমাবেশে আরও বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ও ডালবুগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা হেদায়েতুল্লাহ জিহাদী, আসন ভিত্তিক কমিটির যুগ্ম আহ্বায়ক মুফতি গাজী ওসমান, রাঙ্গাবালী উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম পেদা, ধূলাসার ইউনিয়ন চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম, মিঠাগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খান দুলাল এবং কলাপাড়া উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী মৌলভী মাহবুবুল আলম।
এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন মুফতি রাশেদ আরাফাত, গাজী মোহাম্মদ অনুপ, মোঃ সুমন তালুকদার, মোঃ হুমায়ুন কবিরসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply