সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পশরবুনিয়া জামে মসজিদের পেশ ইমাম মো.জিয়া উদ্দিন জুলহাস কে অমানবিক ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। শনিবার দুপরে উপজেলার লালুয়া ইউনিয়নের পশরবুনিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ওই ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি লুৎফর রহমান, ইউনিয়ন যুবদল সভাপতির ভাই শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি জাহিদ সাউগার এবং সাবেক ছাত্রলীগ নেতা জিসানকে দায়ী করেছেন ভুক্তভোগী পরিবার।
আহত জিয়া উদ্দিন জুলহাস বলেন, তার মা অধিগ্রহন কৃত জমিতে লাগানো নারিকেল গাছের পাতা আনতে গেলে অভিযুক্তরা তাকে অপমান করে। মুরুব্বিদের সাথে এধরনের আচরনের বিষয়ে জানতে গেলে বাকবিতন্ডার এক পর্যায়ে তাকে নির্মম ভাবে মেরে জখম করে। জাতীয় সংসদ নির্বাচনের পর তাকে এলাকা ছাড়া করা হবে বলেও হুমকি প্রদান করা হয়। তিনি প্রশাসনের কাছে এর সুষ্ঠ বিচারের দাবি জানান।
অভিযুক্ত ওয়ার্ড যুবদল সভাপতি লুৎফর রহমান জানান, এটা পারিবারিক বিষয়, অন্য ঝামেলায় মারামারি হয়েছে , স্থানীয় ভাবে আপোষ মিমাংসার প্রস্তাবনা চলছে।
লালুয়া ইউনিয়ন শ্রমিকদল সিনিয়র সহ-সভাপতি জাহিদ সাউগারের ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায় নি।
এ বিষয়ে লালুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ইব্রাহিম সাউগার বলেন, কথা কাটাকাটি নিয়ে উভয়ের মাঝে মারামারি হয়। তবে, এ বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে শালিস মিমাংসার জন্য বুধবার তারিখ নির্ধারন করা হয়েছে।
কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম জানান, এবিষয়ে কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply