শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

আমতলী প্রতিনিধিঃ ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে আমতলী উপজেলায় ৬৫ টি ভোট কেন্দ্র রয়েছে। এ ভোট কেন্দ্রের মধ্যে ১৮ টি ভোট কেন্দ্র ঝুকিপুর্ণ। সুষ্ঠুভাবে ভোট গ্রহনে সকল কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে বলে জানান সহকারী রিটানিং কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।
জানাগেছে, আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে বরগুনা-১ আসন (আমতলী-তালতলী- বরগুনা সদর) মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৯ হাজার ৪৫৯ জন। এর মধ্যে আমতলী উপজেলায় ১ লাখ ৮৪ হাজার ৮৪৮ জন ভোটার। এ ভোট গ্রহনের জন্য উপজেলা নির্বাচন অফিস ৭ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৬৫ টি ভোট কেন্দ্র স্থাপন করেছেন। ৬৫ টি ভোট কেন্দ্র ৪০০ ভোটকক্ষ রয়েছে। এ ভোট কেন্দ্রর মধ্য ১৮ টি ঝুকিপুর্ণ। আবার ১৮ টির মধ্যে ৮ টি কেন্দ্র অধিক ঝুকিপূর্ণ। এ ঝুকিপুর্ণ কেন্দ্রে ভোট গ্রহনের লক্ষে নির্বাচন অফিস ও উপজেলা প্রশাসন ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিয়েছেন। ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটের অধিনে নৌ-বাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার কাজ করবে। এছাড়া ঝুঁকিপুর্ণ কেন্দ্রে দ্রুত যেতে সড়ক সংস্কার করা হচ্ছে। ৬৫ কেন্দ্রেই থাকছে সিসি ক্যামেরার আওতায়।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, উপজেলার সকল ভোট কেন্দ্রেই পাঁচ স্তুরের নিরাপত্তা থাকবে তারপরও ঝুকিপুর্ণ ভোট কেন্দ্রেগুলোতে আলাদা পদক্ষেপ নেয়া হবে। তিনি আরো বলেন শতভাগ সুষ্ঠু নির্বাচনে সরকার কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ নির্বাচনে অনিয়মের কোন সুযোগ নেই।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply